কাইউম পাবনাঃগত ০৮ সেপ্টেম্বর পাবনা জেলার সদর থানাধীন জালালপুর বাজার হইতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম মোঃ আকমল হোসেন, পিতাঃ মৃতঃ আঃ কাদের জোতগরি জালালপুর, পাবনা সদরে ইজিবাইক ভাড়া করে সুজানগর থানাধীন দইপাড়া নামক জায়গায় বিয়ের দাওয়াত খাওয়ার নাম করে নিয়ে যায়।
অজ্ঞাতনামা ব্যক্তিরা দুপুর ০২.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ আকমলকে বাড়ীতে খা্ওয়ার কথা বলে বাড়ীর ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তির অপর সহযোগীরা উক্ত ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। উক্ত ঘটনার প্রেক্ষিতে ইং ১৬ সেপ্টেম্বর তারিখ সুজানগর থানা ভিকটিম আকমল বাদী হয়ে একটি চুরি মামলা করেন। যাহার মামলা নং ১৩ ধারা-৩৭৯ পেনাল কোড ১৮৬০।
পুলিশ সুপার জনাব মোঃ আকবর আলী মুনসী নির্দেশনায় পাবনা জেলাকে অপরাধ মুক্ত করার লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোঃ মাসুদ আলমের তত্ত্বাবধায়নে ১৭/০৯/২০২৩ তারিখ উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা সহ ডিবি পুলিশের এসআই(নিরস্ত্র) সাগর কুমার সাহা সহ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ঢাকা জেলার আশুলিয়া থানাধীন পাবনারটেক, ভাদাইল, গাজীচর এলাকার বিভিন্ন জায়গায় দুইদিন ব্যাপী অভিযান পরিচালনা করিয়া আন্ত জেলার ইজিবাইক চোর চক্রের মুল হোতা মোঃ মঞ্জিল হোসেন জনি (২৬) ধোপাদহ সাঁথিয়া সহ তার অপর সহযোগী ০৪(চার) জন হলেন মোঃ রিপন( ৩৭) করমজা ঋষি পাড়া সাঁথিয়া,মোঃ সাইদুল ইসলাম ওরফে ডুবার সাইদুল(২২) ধোপাদহ সাঁথিয়া,মোঃ রেজাউল প্রাং (৩৫) পীরপুর আতাইকুলা, মোঃ মাছুদ রানা(৩০) গাজীরচর আশুলিয়া ঢাকা। উক্ত আসামীদের গ্রেফতার করা হয় এবং আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী ৭ টি চোরাই ইজি বাইক উদ্ধার করা হয়।