বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeশিক্ষাঙ্গনপটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

পটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত

দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

spot_img

“গ্রামীণ নারীর মর্জাদাপুর্ন জীবন গড়ি, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করি”- এই প্রতিপাদ্যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল (পবিপ্রবি)এ বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক গ্রামীন নারী দিবস ২০২৪ উদযাপন করা হয়।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় এ উপলক্ষে কমিউনিটি ভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী-(ক্রিয়া) প্রকল্পের উদ্যোগে জার্মপ্লাজম সেন্টার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রা শেষে বেলা সোয়া ১১ টায় জার্মপ্লাজম সেন্টারের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জার্মপ্লাজম সেন্টারের পরিচালক প্রফেসর ড. মাহবুব রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন , ভাইস চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এসএম হেমায়েত জাহান, ট্রেজারার, প্রফেসর মোঃ আবদুল লতিফ এবং পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পরিচালক, প্রফেসর মোঃ জামাল হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।।#

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here