রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
Homeবরিশালপটুয়াখালী ভার্সিটিতে, কেন্দ্রীয় কবরস্থান অযত্নে অবহেলায় পড়ে আছে সংস্কার করা দরকার

পটুয়াখালী ভার্সিটিতে, কেন্দ্রীয় কবরস্থান অযত্নে অবহেলায় পড়ে আছে সংস্কার করা দরকার

দুমকি ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি :

spot_img

রক্ষণা বেক্ষণের অভাবে অবহেলা অযত্নে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কবরস্থান,

পৃথিবী আমাদের আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙ্গিন পরিচয়। একজন মুসলিম ব্যাক্তির মৃত্যুর পর প্রতিটি মানুষকেই যেতে হয় অন্ধকার কবরে। সেই পবিত্র কবরস্থান নিয়ে কেউ কি একটুও ভাবি? না রাখি কোনো খবর। রক্ষণা বেক্ষণের অভাব, অবহেলায় অযত্নে পড়ে আছে এমনি এক অবহেলিত শেষ ঠিকানা। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় কবরস্থান।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, কবরস্থানটি আগাছা দিয়ে ভরে গেছে, সেই সেই জায়গায় রয়েছে বড় বড় রেন্ডি গাছ এবং চাম্বল গাছ।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম প্রকাশের অনিচ্ছুক দুই কর্মচারী বলেন, অবহেলিত কবরস্থান, আমাদের সকলের কেউ না কেউ খুব কাছের মানুষ শুয়ে আছেন এখানে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি ,প্রো ভিসি , কোষাধক্ষ, রেজিস্টার, তারা ধর্মপরায়ণ ব্যক্তি। আমাদের দাবি তারা যেন এই কবরস্থানটি পরিচ্ছন্ন করে চর্তুর দিকে ফুলের বাগান করার দ্রুত পদক্ষেপ নেন, দাবী ক্যাম্পাসের সকলের।।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here