পটুয়াখাল জেলার, সদর উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত ২৪-২৫ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে গম,ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনা বাদাম, সয়াবিন, মুগ, মসুর, ফেলন পিয়াজ ও খেসারী ১১টি আইটেমের ফসলের মধ্যে শুভ উদ্বোধনের প্রথম দিনে আপাতত ৬টি ফসলের বীজ উৎপাদনের বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনা মূল্যে বীজও সার বিতরণ করেন যেমন-১/ সরিষা,উপকারভোগীর সংখ্যা ১০০জন,প্রতিজন কৃষক পাবে ১কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।২/ ভুট্টা,উপকারভোগীর সংখ্যা ৩৫ জন, প্রতিজন কৃষক পাবে ২কেজি বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।৩/গম, উপকারভোগীর সংখ্যা ২৫ জন,প্রতিজন কৃষক পাবে ২০ কেজি বীজ,১০ কেজি ডিএপি ও ১০কেজি এমওপি সার পেয়েছেন।৪/পিয়াজ, উপকারভোগীর সংখ্যা ২৫ জন,প্রতিজন কৃষক পাবে ১কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পেয়েছেন।৫/মশুর উপকারভোগীর সংখ্যা ১০ জন,প্রতিজন পাবে ৫কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার পেয়েছেন ও ৬/ খেসারী,উপকারভোগীর সংখ্যা ১১০ জন, প্রতিজন পাবে ৮কেজি বীজ, ১০কেজি ডিএপি ও ৫কেজি এমওপি সার বিতরণ করেন ২০ নভেম্বর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ বাঁধনহারা হল রুমে এর শুভ উদ্বোধন করা হয়। এভাবে ২০২৪-২৫অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে অবশিষ্ট ফসল সমূহের (মুগ:৬৬০০জন,সয়াবিন :২০ জন, চিনা বাদাম :৪১৫জন,সূর্যমূখী: ৩০০জন,ফেলন:৮০ জন) ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণের কার্যক্রম চলমান থাকবে। এছাড়াও হাইব্রিড বোরো ধানের ৫০০জন কৃষকদের মাঝে জনপ্রতি ২কেজি করে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণের
কার্যক্রম চলমান রয়েছে বলে জানান উপজেলা কৃষি অফিসার,মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, জেলা প্রশাসক, পটুয়াখালী। বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি কৃষি সম্প্রসার অধিদপ্তর,পটুয়াখালীর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম।
এসময়ে উক্ত সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষিবিদ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান,উপজেলা কৃষি অফিসার। পটুয়াখালী সদর। এছাড়া আরো উপস্থিত ছিলেন ইলেকট্রনিক্স, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার সকল উপ সহকারী কৃষি কর্মকর্তা ও উপজেলার সুফলভোগী প্রান্তিক কৃষক ভাই ও বোনেরা।
এসময় প্রধান অতিথি, উপস্থিত কৃষক ভাইদের উদ্দেশ্যে বলেন, কৃষক হলো জাতির শ্রেষ্ঠ সন্তান। ধানের পাশাপাশি রবি মৌসুমে সকল প্রকার ফসল আবাদ বাড়াতে হবে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে তা হলেই আমারা কৃষিতে সাফল্য অর্জন করতে পারবো। এসময় প্রধান অতিথি উপজেলার ৯ হাজার এর বেশি কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার তুলে দেন।
এ অনষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর,পটুয়াখালী সদর।। #