মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪
Homeঅপরাধনরসিংদীর অবৈধ বালু উত্তোলনে বাধা, এলাকাবাসীর ওপর হামলায় আহত ১০

নরসিংদীর অবৈধ বালু উত্তোলনে বাধা, এলাকাবাসীর ওপর হামলায় আহত ১০

spot_img

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি \
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনা নদীর মাঝেরচর এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাঁধা দেওয়ায় হামলায় আহত হয়েছেন ১০ জন। সোমবার (১৫ জানুয়ারি) চাঁনপুর ইউনিয়নের মাঝেরচর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, মাঝেরচর গ্রামের তঞ্জা মিয়ার ছেলে আবু বক্কর খন্দকার (৩৫), আব্দুর জব্বার মিয়ার ছেলে ফায়েজ মিয়া (৪২), শাহ আলম মিয়ার ছেলে কেফায়েত উল্লাহ (২৮), সুলমান মিয়ার ছেলে জাহিদুল (১৮), সুন্দর আলীর ছেলে সুমন মিয়া(২২), এবং রাজ মিয়ার ছেলে বশিরল, নাগর মিয়ার ছেলে মেহেদী হাসান। এছাড়া শাহিন মাঝি(২৫), ইসমাইল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মিন্টু মিয়া নামে ঠিকাদার নরসিংদী এলাকার কালারচরে কাটিং ড্রেজার দ্বারা বালু উত্তোলনের ইজারা পান। কিন্তু তিনি কিছু সংখ্যক প্রভাবশালী লোকদের সহযোগিতায় কালারচরের পরিবর্তে মাঝেরচরে চম্বুক ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় সাহেরচর, মাঝেরচরসহ আশেপাশের এলাকায় নদী ভাঙন সৃষ্টি হবে। তাই এলাকাবাসী এখান থেকে বালু উত্তোলনের প্রতিবাদ করলে তাদেরকে মারধরসহ নৌকা ভাঙচুর করে ছিনিয়ে নেয় অবৈধ বালু উত্তোলনকারীরা।
স্থানীয় চাঁনপুর ইউপি চেয়ারম্যান মোমেন সরকার জানান, ইজারা দেয়া পাড়াতুলির কালারচর কিন্তু বালু উত্তোলন করে নির্বিচারে চাঁনপুরের মাঝেরচর, সাহারখোলা এলাকা থেকে।

এলাকাবাসীর উপর হামলা ও অবৈধ বালু উত্তোলনের ঘটনায় নরসিংদী-৫ (রায়পুরা) সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু বলেন, এলাকাবাসীর পক্ষে আমার সবরকম সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি প্রশাসনকে সকল ঘটনা অবহিত করতে বলেন।

নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, বিষয়টি আমি শুনেছি, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here