নড়াইল প্রতিনিধি:
নড়াইলে পূজামন্ডপে মহিলাদের মাঝে নড়াইল -২ আসনের সংসদ মাশরাফি বিন মোর্ত্তজার শাড়ি বিতরণ করেছেন। ২৩ অক্টোবর সোমবার দুপুরে শ্রী শ্রী মিতালী সংঘ সর্বজনীন মন্দির পুজা মন্ডপে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্ধার্থ সিংহ পল্টু এর আয়োজনে এ্যাডভোকেট শ্রী গৌরাঙ্গ সিংহের স্বরণে অসহায় নিন্ম আয়ের অর্ধশতাধিক মহিলাদের মাঝে এই সকল শাড়ি বিতারণ করা হয়। এ সময় মাশরাফির সঙ্গে ছিলেন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সরদার আলমগীর হোসেন,যুবলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য খোকন সাহা,ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল শিকদারসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতাকর্মী।
অনুষ্ঠান শেষে বিভিন্ন পুজা মন্ডপ পরিদর্শন কালে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা কাজ করছি। সকল পুজা মন্ডপে যাচ্ছি সুন্দর করে উৎসব পালন করার দায়িত্ব আমরা নিয়েছি। আমি চেষ্টা করছি সবখানে যাওয়ার এবং সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার , এটায় আমরা মুল উদেশ্য। যেটা ছোট বেলায় করতাম সব মন্দিরে যেতাম আনন্দ করতাম। এ সময় তিনি আরো বলেন, অতিতে যেভাবে আপনারা প্রধানন্ত্রী শেখ হাসিনার সাথে ছিলেন আগামীতে সেইভাবে সাথে থাকবেন নড়াইল তথা দেশের উন্নয়নের স্বার্থে।