সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Homeঅপরাধনড়াইলে দুই ইজিভ্যান চোর গ্রেফতার

নড়াইলে দুই ইজিভ্যান চোর গ্রেফতার

spot_img

নড়াইল প্রতিনিধি :
নড়াইল সদর উপজেলায় একটি ইজিভ্যানসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সকালে নড়াইল সদর উপজেলার চুনখোলা গ্রামের নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার চুনখোলা গ্রামের হবিবর মোল্যার ছেলে ফারুক মোল্যা (২৮) এবং একই গ্রামের বাবলু বিশ্বাসের ছেলে সাকিব বিশ্বাস (২০)।

এদিন দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ ডিসেম্বর ২০২৩ তারিখ রাতে নড়াইল পৌরসভার ভওয়াখালী পুরাতন বাস টার্মিনাল এলাকা থেকে ৩টি ব্যাটারি চালিত ইজিভ্যান চুরি হয়। পরে ভুক্তভোগী ইজিভ্যানচালক মো. মাহাবুবুর রহমানের অভিযোগের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি চুরির মামলা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) পলাশ কুমার ঘোষ এবং জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ আহম্মেদ বৃহস্পতিবার সন্ধায় অভিযান চালিয়ে পেশাদার চোর চক্রের ৩ সদস্যদের তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে সদর উপজেলার চুনখোলা গ্রামে অভিযান চালিয়ে আরো দুই চোর ফারুক মোল্যা ও সাকিব বিশ্বাস কে তাদের কাছে থাকা একটি চোরাই ইজিভ্যানসহ গ্রেফতার করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফারুক মোল্যার নামে ৮ টি মামলা রয়েছে। এসময় তাদের কাছ থেকে চোরাই ১টি ব্যাটারী চালিত ইজিভ্যান উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। এছাড়া আসামিদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here