দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার প্রান কেন্দ্রে সাব পোষ্ট অফিস ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। পরিত্যাক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে, বৃষ্টির পানিতে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রক্ষায় পলি কাগজ টানিয়ে চলছে অফিসের কাজ। ডাক গ্রাহকদের দুর্ভোগ পোহাচ্ছে।
২৬ অক্টোবর বৃহস্পতিবার সরেজমিন ঘুরে, ভবনটির দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ছাদের প্লাস্টার খসে খসে পড়ছে রঙগুলো দেয়ালে লোনা দেখা দিয়েছে। এ ব্যাপারে সেবা গ্রহীতারা দ্রুত ডাক বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। ইবরাহীম হাওলাদার জানান, সবসময় আমরা আতঙ্কে থাকি যেকোন সময় পলেস্তারা খসে পড়তে পারে।
ডিজিটাল ডাক সার্ভিসের পাশাপাশি সব ধরনের সেবা দেয়া হয়। তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতায় ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমও চালু আছে। প্রায় ২৫ থেকে ৩০ ভাগ ছাত্র-ছাত্রী নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। সাব পোস্ট মাস্টার নগেন চন্দ্র পাল বলেন, ভবনটি সংস্কারের জন্য বিভিন্ন জায়গায় আবেদন করেছি। কোন ফলাফল পাওয়া যায়নি।