দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলার লূথর্যান হেলথ কেয়ার বাংলাদেশ (এলএইচসিবি) মা ও শিশু কেন্দ্রে শ্রীরামপুর দুমকি পটুয়াখালীতে ঐক্যতান (ইউনিটি) অনুষ্ঠিত।অনুষ্ঠানে প্রধান অতিথি রেভাঃ ডঃ চন্দ্রন পল মার্টিন, রিজিওনাল রিপ্রেজেনটেটিভ ফর সাউথ/সাউথ এশিয়া, ইএলসিএ-জিএম বিশেষ অতিথি: পাপরি দেবী আরেং, ভাইস চেয়ারম্যান, এলএইচসিবি এক্সিকিউটিভ বোর্ড , সভাপতি: গ্রনার মারাক, নির্বাহী পরিচালক, লুথেরান হেলথ কেয়ার বাংলাদেশ এলএইচসিবি দোতলায় ট্রেনিং রুমে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলএইচসিবি এক্সিকিউটিভ বোর্ডের অন্যান্য সদস্য বৃন্দ।
এলএইচসিবি’র মেডিকেল অফিসারগন ডা. অমিতাপ তরফদার, ডা. মশিউর রহমানসহ এলএইচসিব’র বিভিন্ন কর্মকর্তা কর্মচারীগন প্রধান অতিথি, বিশেষ অতিথি গনকে ফুল দিয়ে স্বাগত জানিয়ে বরন করেন। পরে খেরাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রার্থনা সভা শেষে নৈশ ভোজের আয়োজন করা হয়। সভাপতি বলেন, লূথর্যান হেলথ কেয়ার বিভিন্ন সমস্যা সম্মুক্ষিন ছিল এখন সেটা কাটিয়ে উঠে পূর্বের অবস্থায় ফিরে যেতে চায়। লূথর্যান মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রটি জনগনের স্বাস্থ্য সেবায় এগিয়ে নিতে চাই।
আমাদের সেবা বিভিন্ন ভালো কাজের মাধ্যমে পুরো দক্ষিন অঞ্চলে ছড়িয়ে দিতে চাই। প্রধান অতিথি সহ সকল অতিথি বৃন্দকে লূথর্যানের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখান। কিছুদিনের মধ্যে লূথর্যানে উন্নয়ন কার্যক্রম চলবে বলে জানান। এসময় দুমকি প্রেস ক্লাবের সভাপতি জাকির হোসেন হাওলাদার ও সাধারন সম্পাদক কেএম আনোয়ারুজ্জামান চুন্নু আমন্ত্রিত সকল অতিথিদের সাথে যোগ দেন।