বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeঅপরাধদুমকির গরবদির চরে ইটভাটার বকেয়া, বিদ্যুৎবিল লাল নোটিশ

দুমকির গরবদির চরে ইটভাটার বকেয়া, বিদ্যুৎবিল লাল নোটিশ

spot_img

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় একাধিকবার ভেঙে দেয়া অবৈধ ইটভাটার প্রায় সাড়ে চার লাখ টাকার বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে লাল নোটিশ দিয়েছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড। পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল আঞ্চলিক কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজারের পক্ষে পল্লী বিদ্যুৎ বোর্ড আদালতের এডভোকেট আফজাল হোসেন উপজেলার জোয়ার গরবদির চর মৌজার লোহালিয়া নদীর পূর্বপাড়ে খাস জমিতে গড়ে ওঠা মেসার্স হাওলাদার ব্রিক্সস ফিল্ডের বকেয়া ৪ লাখ ৫৬ হাজার ৪শ’ ২৪ টাকা বিদ্যুত বিল পরিশোধে লাল নোটিশ প্রদান করেছেন। সূত্রে জানা যায়, বাউফল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার ৭/৮ বছর পূর্বে চরের খাস জমিতে দুমকী উপজেলার জোয়ারারদি মৌজায় লোহালিয়া নদীর তীরে মেসার্স হাওলাদার ব্রিক্সস নামের ওই ইটভাটাটি তৈরী করেন এবং বিধি বহির্ভূত ভাবে বাউফল এরিয়া অফিস থেকে বিদ্যুৎ সংযোগ নিয়ে বিল পরিশোধ না করেই অবৈধ ইটভাটার ব্যবসা চালাচ্ছে দীর্ঘ দিন। ইটভাটার বৈধ কাগজপত্র না থাকায় ইতোপূর্বে দুমকী উপজেলা প্রশাসনের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে দু’দফায় তা ভেঙ্গে দিলেও রহস্যজনক ভাবে কয়েকদিন পরই আবারও চালু করা হয়। এতে ৪ লাখ ৫৬হাজার ৪শ’ ২৪টাকা বিদ্যুৎ বকেয়া রয়েছে। বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধে বার বার তাগিদ দেয়া সত্ত্বেও পরিশোধ না করায় গত বছরের ৫ মে সংযোগ বিচ্ছিন্ন করে। এ বছরের ১৫ নভেম্বর চূড়ান্ত লাল নোটিশ প্রদান করে নোটিশ প্রাপ্তির পরেও বকেয়া টাকা পরিশোধ করা না হলে আর্থিক ক্ষতিসহ আদালতে মামলা রুজুর কথাও উল্লেখ রয়েছে ওই নোটিশে। বগা ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ইউনিটের সভাপতি মালেক মৃধা বলেন, শুধু ইট ভাটাই নয় মোতালেব হাওলাদার ইটভাটার পার্শ্ববর্তী তাঁর কবলাকৃত সম্পত্তি জবর দখল করে ভোগ দখল করছেন। প্রভাবশালী হওয়ায় বিভিন্ন জায়গায় লিখিত দিয়েও কোন লাভ হয়নি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here