দুমকি ও পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় সিনিয়র নাগরিক সমাজ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সূত্র জানায় ২৭ সেপ্টেম্বর জম জম রেস্তোরায় প্রথম মিটিং ২৮ সেপ্টেম্বর নতুন বাজার নিউ স্টার চাইনিজে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওলানা এ্যাডভোকেট মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয় বিশিষ্ট আইনজীবি, পত্রিকার সম্পাদক, প্রতিজ্জসা সংগঠক, এ্যাডভোকেট মোঃ রুহুল আমিনকে সভায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। জনতা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোঃ মজিবুর রহমান খানকে আহ্বায়ক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মোঃ আমির হোসেনকে সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক , দুমকি প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন হাওলাদার, যুগ্ম আহবায়ক পল্লী সেবা সংঘের নির্বাহী পরিচালক হোসাইন আহমাদ কবির, অন্যান্য সদস্যগন হলেন, সহকারী মহা ব্যবস্থাপক বিআইডব্লিউটিসি অবসরপ্রাপ্ত, মোঃ দেলোয়র হোসেন, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম খান, চরবয়েড়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এ্যাডভোকেট মোঃ আমির হোসেন, শিক্ষক মোঃ মশিউর রহমান সহিদ, নয় সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। দুমকিতে ৫০ উর্ধ সিনিয়র সদস্যদের নিয়ে আগামী দিনগুলোতে সংগঠন পরিচালিত হবে বলে জানান। সংগঠনের উপদেষ্টা।