বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধতিন নদীতে অবরোধ উপেক্ষা করে অবাদে চলছে ডিমওয়ালা ইলিশ ধরার মহোৎসব

তিন নদীতে অবরোধ উপেক্ষা করে অবাদে চলছে ডিমওয়ালা ইলিশ ধরার মহোৎসব

spot_img

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
দেশে ইলিশ ধরার টানা ২২ দিনের নিষেধাজ্ঞা চলছে। সরকার কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে পটুয়াখালী জেলার দুমকি উপজেলায় দিনে দুপুরে অবাধে ডিমওয়ালা মা ইলিশ চালপাওয়া জেলেরা ধরার মহোৎসব চালিয়ে যাচ্ছে।

উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের চোখ ফাঁকি দিয়ে নদীতে মা ইলিশ ধরার মহোৎসবে মেতে উঠেছে জালিয়ারা। রবিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দুমকির আঙ্গারিয়া,পাঙ্গাসিয়া ও লেবুখালী, পায়রা, লোহালিয়া ও পান্ডব নদীতে উত্তর মুরাদিয়া এলাকায় জোয়ারের সময় নৌকাযোগে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে হোগলা পাতা বনে লুকিয়ে থাকে, সুযোগ বুঝে জাল টেনে অবাদে মা ইলিশ ধরছে নিষিদ্ধ মৌসুমী জেলেরা।পাতাবুনিয়া, কদমতলা, উত্তর মুরাদিয়া, বাহেরচর, লেবুখালী আলগি নিষিদ্ধ নতুন কারেন্ট জাল দিয়ে ইঞ্জিনচালীত দ্রুতগামী ছোট বড় নৌকা মাছ ধরারত অবস্থায় ছিল চোখে পড়ার দৃশ্য। সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে দ্রুত সটকে পড়েছে তারা।

বিশ্বস্থ সূত্রে জানায়, ধৃত মাছ গোপনে মোবাইলের মাধ্যমে বেচা কেনা চলছে কেজি ১হাজার টাকা চড়া দামে । নদীর পাড়ের স্থানীয়রা জানান, স্পীড বোট বা ট্রলার ছাড়া অভিযান সফল হবেনা। নদীর পাড় থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধাওয়া করলে ওপারে গিয়ে লুকায়। ওপার থেকে ধাওয়া করলে অন্য পাড়ে এসে লুকায়।

হাসান সিকদার জানান, সরকার জেলেদের ২৫ কেজি করে চাল দিলেও তা হয় ২০ কেজি। সামান্য চাল দিয়ে দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে পরিবার পরিজন নিয়ে অনেক কষ্ট হয়। চালের পরিবর্তে ব্যাংক একাউন্টে, মোবাইলের মাধ্যমে টাকা দেয় তাহলে সংসারের চাহিদা মিটানো যেত। উপজেলা মৎস্য অফিসার মোঃনুরুল ইসলাম জানান, মৎস্যবিভাগের অভিযান দিন রাত অব্যহত আছে। দুমকি উপজেলার নদীতে সবসময় অভিযান টিম সক্রিয় আছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here