বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeস্বাস্থ্যটাঙ্গাইলের মধুপুরে ব্যাটারী চালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারী চালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ

spot_img

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারীচালিত দুটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৬ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল ৫ টার দিকে। টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর পৌরশহরের মালাউড়ি নামক স্থানে এদুর্ঘটনায় আহত হয়েছেন ৬ জন। মধুপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বোরহান আলী জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে আমরা ঘটনা স্হলে যাই।

আহতদেরকে
উদ্ধার করে আমাদের গাড়ীযোগে মধুপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়।
মধুপুর থানা সূত্রে জানা যায় , বিকেল ৫ টার দিকে মধুপুর থেকে যাত্রী বহনকারী একটি অটোরিক্সা ( ইজিবাইক) গোপালপুর য়াওয়ার সময় এবং গোপালপুর থেকে মধুপুরগামী একটি অটোরিক্সা ( ইজিবাইক) মধুপুর আসার পথে উক্ত স্হানে মুখোমুখি সংঘর্ষ হয়।
আহতদের হাসপাতালে আনার পরে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযানে অংশ নেই। আহতেদেরকে মধুপুর হাসপাতালে ও ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন
ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের আনোয়ার হোসেন ছেলে বাহাদুর (৫০), গোপালপুর উপজেলার আব্দুল মতিনের ছেলে লাবিব ( ৬) ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের আসাদুজ্জামানের ছেলে ঋশিদ (২০), ঘাটাইল উপজেলার কান্দীপুর গ্রামের মেয়ে আনিকা (১৫) মধুপুর উপজেলা আলোকদিয়া ইউনিয়নের লাউফুলা গ্রামের মোসলেম উদ্দিন এর ছেলে মোঃ ফজলুল হক (৪৫) মধুপুর উপজেলা মির্জাবাড়ী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মিজানুর রহমানের মেয়ে মুক্তা( ৬)। উল্লেখ্য গতকাল শুক্রবার সকাল ৯ টায় একই স্হানে মাহিন্দ্রা ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ দুই জন নিহত ও ৮জন আহত হয়েছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here