বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeশিক্ষাঙ্গনজিজি মডেল হাই স্কুলে শিক্ষক কর্মশালায় সামাজিক সহিংসতা প্রতিরোধের ডাক

জিজি মডেল হাই স্কুলে শিক্ষক কর্মশালায় সামাজিক সহিংসতা প্রতিরোধের ডাক

spot_img

মো. নজরুল ইসলামঃ মানিকগঞ্জ(২-১১-২০২৩)
“জেন্ডার সংবেদনশীল প্রতিষ্ঠান ও নারীবান্ধব সমাজ গড়ি” এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও সিংগাইরে গোবিন্ধল ঘোনাপাড়া হাই স্কুলের যৌথ আয়োজনে আজ দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বাল্য বিবাহ, রাগিং-বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধ শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় অত্র বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সহসভাপতি তপন খানের সভাপতিত্বে ও বারসিক প্রকল্প কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মসূচির ধারণা পাঠ করেন প্রধান সহায়ক হিসেবে সেশন পরিচালনা করেন মানিকগঞ্জ জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী এ্যাডভোকেট শাহাদাত হোসেন সায়েম। অংশগ্রহণমূলক আলোচনায় অংশগ্রহণ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলাম সরকার, উপদেষ্টা কমিটির সদস্য মো: ওহিদুজ্জামান, বিদ্যালয় সহকারী শিক্ষক ও যৌন নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি জয়ন্তী রানী সাহা, সহকারী শিক্ষক মো: শফিকুল হক,
সালাউদ্দিন মিয়া, বারসিক কর্মকর্তা আছিয়া আক্তার প্রমুখ।

আলোচনায় অংশগ্রহনকারী বক্তারা সমাজে নারী পুরুষে বৈষম্যসহ বিদ্যমান অসংগতি ও সামাজিক সহিংসতার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন। তারা বলেন বাল্য বিবাহ ইভটিজিং রাগিং ও বুলিংসহ সামাজিক সহিংসতা প্রতিরোধে শিক্ষক অবিভাবক সুশীল সমাজের প্রতিনিধির সাথে কাজী ঘটক ও আইনজীবীদের একযোগে কাজ করতে হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here