বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeঅপরাধগাবতলীর গৈদারটেকে অবৈধভাবে জমি বাড়ি ঘর দখল করে রাখার প্রতিবাদে এলাকা মানববন্ধন

গাবতলীর গৈদারটেকে অবৈধভাবে জমি বাড়ি ঘর দখল করে রাখার প্রতিবাদে এলাকা মানববন্ধন

spot_img

রাজধানীর মিরপুরের দারুস সালাম থানার গাবতলীর গৈদারটেক এলাকায় ১০ নম্বর ওয়ার্ড কমিশনার আবু তাহেরের বড় ভাইসহ আবু রায়হান,আবু জামান,আবু সালাম গংগরা অবৈধভাবে সন্ত্রাসী কায়দায় দীর্ঘ ১৭ বছর জমি ভোগ দখল করার প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভুক্তভোগী শাহ জাহান,আমান উল্লাহ,সলিমুদ্দিন, রাশেদ আলী, হারুনুর, রশিদ গাজীসহ এলাকার অসংখ্য লোকজন এ মানববন্ধনে অংশ নেয় ।

ভুক্তভোগীরা জানান ভূমি দস্যু সাবেক ওয়ার্ড কমিশনার আবু তাহেরের লোকজন সন্ত্রাসী, চাঁদাবাজ লুটেরা ও ভূমি খেকুরা এলাকার নিরহ লোকদের শত শত একর জমি বাড়িঘর দখল করে নিয়ে বিভিন্নভাবে নির্যাতন মিথ্যা মামলা, বিভিন্ন নাশকতা মামলা দিয়ে ঘরছাড়া করে রেখেছিল লোকজনদের। শাজাহান গংদের ৫৩.১৮শতাংশ,আমানুল্লাহ সলিমুদ্দিন,রাশেদ আলী, হারুন অর রশিদ গাজী,নুরুল হক গংদের ১৬২ শতাংশ জমি অবৈধভাবে দখল করে রাখে।

সম্পত্তির মালিকগন তাদের ভোগ দখলি জমি ঢাকা জেলার সাবেক মিরপুর হালে দারুস সালাম থানাধীন জে,এল নং মিরপুর- ১২। ঢাকা মৌজার খতিয়ান নং – ৮৮৪,১২৪৬, দাগ নং ৪০১৪,৪০২৬, জমির পরিমাণ ৫৩.১৮,শতাংশ পৈত্রিক সূত্রে সকলে মালিক। বিবাদীগণ জোরপূর্বক ক্ষমতার অপব্যবহার করে জমি দখল করিয়া নেয়, সেই সাথে প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে আসছিল। জমিতে গেলে ঘুম কোরিয়া ফেলিবে বলিয়া হুমকি দেয়। ভুক্তভোগীরা আরো বলেন, প্রশাসনের কোন জায়গায় কোন প্রকার বিচার ব্যবস্থা না পাওয়ায় আমরা এলাকাবাসী অতিষ্ঠ। এই সরকারের আছে আমরা সঠিক বিচার দাবি করছি।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here