বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeশিক্ষাঙ্গনগবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ, পবিপ্রবি-ব্রাক এআই সমঝোতা চুক্তি

গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ, পবিপ্রবি-ব্রাক এআই সমঝোতা চুক্তি

spot_img

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি :
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ও ব্র্যাক এআই এন্টারপ্রাইজ এর মধ্যে গবাদি পশুর কৃত্রিম প্রজনন প্রশিক্ষণ বিষয়ক এক সমঝোতা চুক্তি (নবায়ন) স্বাক্ষরিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় ভিসি’র কনফারেন্স কক্ষে জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডঃ কাজী শারমীন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভিসি প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর মোহাম্মদ আলী, এএনএসভিএম অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ, রেজিস্ট্রার প্রফেসর ড. সন্তোষ কুমার বসু, প্রফেসর ড. মো: কাওসার নিয়াজ বিন সুফিয়ান, ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের ডিজিএম ড. ফারুকুল ইসলাম, ম্যানেজার ডা. মতিউর রহমান প্রমুখ। এছাড়াও জেনেটিক্স এন্ড এ্যানিমেল ব্রিডিং বিভাগের শিক্ষকবৃন্দ এবং ব্র্যাকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত বলেন, ‘এ প্রশিক্ষণের ফলে গবাদি প্রাণিসম্পদের উৎপাদনশীলতা বৃদ্ধির দ্বার উন্মোচিত হবে।

সমঝোতা স্বাক্ষরের নবায়নের ফলে ব্র্যাকের কৃত্রিম প্রজনন কর্মীদের প্রশিক্ষণের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা ব্র্যাক এর সঙ্গে ইন্টার্নশীপ এবং গবেষণার সুযোগ পাবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here