বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeঅপরাধউজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর উত্তোলন করছে ভূমি দস্যুরা

উজিরপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান ঘর উত্তোলন করছে ভূমি দস্যুরা

spot_img

মোঃ কাওছার হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা বাজার বন্দরে পাসে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দোকান ঘর উত্তরণ করছে ভূমি দস্যুরা বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরিশাল আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।

অভিযোগ ও ভুক্তভোগী সুত্রে জানা যায় উপজেলার জল্লা ইউনিয়নের ২৭নং কারফা মৌজায় এসএ ৮৪ নং খতিয়ানের এসএ ৭১৬/৭১৮/৭১৯,৭৭৫ নং দাগে ২ একর ৬৩ শতাংশ জমি গোবিন্দ্র লাল চৌধুরী ও গৌরাঙ্গলাল চৌধুরী, মধুসুধন চৌধুরীর নিকট থেকে কাজিসা গ্রামের এ্যাডঃ এস.এম বকর ও তার ভাই এ্যাডঃ মিজানুর রহমান সিকদার মিলে সাব কবালা দলিল মূলে ক্রয় করেন। উক্ত জমি নিয়ে গোবিন্দলাল চৌধুরীর সাথে ঝন্টু লাল (কানাই) হালদার গংদের সাথে বিরোধ সৃষ্টি হয়।

এরই প্রেক্ষিতে গোবিন্দ্রলাল চৌধুরী উজিরপুর সহকারী জজ আদালত দেং মোং নং ১০২/৯৪ ও ৭৮/৯৭, উজিরপুর মামলা দায়ের করেন।আদালত বিরোধীয় সম্পত্তিতে গত ২৪/৭/২০১৭ তারিখ নিষেধাজ্ঞা জারী করে। ওই জমিতে কিছু দোকান ঘর রয়েছে। সেখানে ১ ডিসেম্বর তারিখ সকাল ৮ টার দিকে ঝন্টু লাল হালদার (কানাই),বিমল হালদার, শ্যামল হালদার, অমল হালদার, চয়ন হালদার মিলে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্ষমতার দাপটে জোরপূর্বক দোকান ঘর উত্তোলন করার চেষ্টা করে এবং জমির দলিলকৃত মালিক গন বাধা প্রদান করেন । এছাড়াও উক্ত জমিতে একটি নিষেধাজ্ঞার একটি সাইনবোর্ড টানানো রয়েছে।

এরপরেও প্রতিপক্ষরা আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখলের পায়তারা চালাচ্ছে ভুমিদস্যুরা বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। এ ঘটনায় মিজানুর রহমান সিকদার বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্তদের বিরুদ্ধে বরিশাল আদালতে অভিযোগ দায়ের করবেন বলে জানান । অভিযুক্তরা বিষয়টি এড়িয়ে যায়। কিছুদিন আগে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভেকু দিয়ে মাটি কেটে পুকুর খনন করার পায়তারা করে, থানা পুলিশ দিয়ে বাধা দেওয়া পুকুর খনন করতে পারেনি । আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জড়িত ভূমিদস্যুদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here