সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Homeঅপরাধআদালতে মামলা থাকা সত্ত্বেও জোর পুর্বক জমি দখল ও হামলা আহত ১...

আদালতে মামলা থাকা সত্ত্বেও জোর পুর্বক জমি দখল ও হামলা আহত ১ থানায় অভিযোগ

spot_img

নড়াইল প্রতিনিধি
নড়াইলে আদালতে মামলা থাকা সত্ত্বেও জোর পুর্বক জমি পরিমাপ ও উপর্যুপরি হামলায় এক মহিলা আহত হয়েছে। এ ঘটনায় নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন হামলার শিকার অর্পনা দত্ত। ঘঁটনাটি ঘটেছে সদরের তুলারামপুর ইউনিয়নের বেনাহাটী গ্রামে।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, আলোচিত সেই ইউপি সদস্য নির্মল গুপ্ত,সুকান্ত দত্তদের চার ভাইয়ের নড়াইল জেলার সদর উপজেলাধীন ৮০নং বেনাহাটী মৌজার ৬৫ শতক জমির মধ্যে মোট ৪ শতক জমি জোর করে পুলিশের বাধা উপেক্ষা করে পরিমাপ করতে যায়। এ সময় নির্মল গুপ্তের নেতৃত্বে উজ্জ্বল বাগচী,
দেবব্রত সরকার নিমাই গুপ্ত সুব্রত বিশ্বাস শংকর গুপ্ত পরিতোষ বিশ্বাস আশীষ বাকচী, গুরুচাঁদ বিশ্বাস, সুজিত দাস,প্রতাপ বিশ্বাস বিজন মল্লিক, সুধাংশু বিশ্বাস, অসীম সরকার সহ অনেকে হ্যাঁ অনেকে হামলা করে । এ সময় অর্পনা দত্ত নামে এক মহিলা আহত হয়।

অর্পনা দত্ত বলেন,জমি মাপার লোকেরা আমার স্বামীসহ অন্যান্য ভাইদের মারধর করার জন্য তাড়া করে। আমার স্বামী ও দেবরদেরকে ধরতে না পেরে আমাকে মারধর করে আমার শ্লীলতাহানি ঘটায় এবং আমার গলার সোনার চেইন নিয়ে যায়। এই ঘটনা ঘটানোর পরে আরো কিছু লোক লাঠিসোটা নিয়ে আমাদেরকে মারার জন্য হুমকি-ধামকি প্রদর্শন করে। পরবর্তীতে আমাদের ভোগ-দখলকৃত জমিতে গেলে আবার মারধর করার হুমকি দেয়। এই ঘটনার জন্য আমি এবং আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,বেনাহাটির অর্পনা দত্ত নামের এক মহিলার লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here