বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeঅপরাধস্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে! কাঠমহলের ইজাদারকে লাঞ্ছিত ও দুর্নীতি অভিযোগ

স্বরূপকাঠি পৌর মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে! কাঠমহলের ইজাদারকে লাঞ্ছিত ও দুর্নীতি অভিযোগ

spot_img

স্বরূপকাঠি প্রতিদিন :
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলায় চড়ের কাঠ মহল থেকে ইজারা সংগ্রহের সময় ইজারা সংগ্রহকারীকে শারিরীকভাবে লাঞ্চিত করার অভিযোগ পাওয়া গেছে। স্বরূপকাঠি উপজেলার আওয়ামী লীগ সমর্থিত পৌরসভার মেয়র গোলাম কবিরের বিরুদ্ধে। তার একের পর এক অপকর্ম বেডেই চলছে স্বরূপকাঠিতে দেখা হল বলার কেউ নেই আওয়ামী লীগের ছত্রছায়ায় থেকে তার বিরুদ্ধে নানা অভিযোগ । এ ঘটনায় ভূক্তভোগী মোঃ আব্দুর রহিম (৪৩) বাদী হয়ে সোমবার সাধারণ নেছারাবাদ স্বরূপকাঠির থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।

রহিম জানান, জেলা প্রশাসনের কাছ থেকে তিশা এন্টারপ্রাইজ এর নামে লিজ নেওয়ার পর থেকেই সন্ধ্যা নদীর তীরে স্বরূপকাঠী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের পাশের কাঠমহাল থেকে ইজারা সংগ্রহ করছেন তিনি।

ইজারা সংগ্রহের সময় সোমবার দুপুরের দিকে স্বরূপকাঠী পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির এবং তার সহযোগী মোঃ আউয়াল তাকে ইজারা সংগ্রহ করতে বাধা দেয়। বাধা না শোনায় গোলাম কবির তাকে জামার কলার ধরে শারীরিকভাবে লাঞ্চিত করে কয়েকটা চড় থাপ্পর লাথি ঘুসি দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করেন। পরবর্তীতে কাঠমহাল থেকে কোন ইজারা সংগ্রহ না করার জন্য তাকে বিভিন্ন ধরণের হুমকিও দেয় গোলাম কবির।

ভূক্তভোগী রহিম আরও জানায়, কাঠমহালের একটি অংশ দাবি করে স্বরূপকাঠী পৌরসভার পক্ষ থেকে উচ্চ আদালতে একটি আবেদন করেছে গোলাম কবির। তবে এ বিষয়ে আদালত থেকে এখন পর্যন্ত কোন রায় দেওয়া হয়নি। এরপরও ক্ষমতার অপব্যবহার করে সে প্রকৃত ইজারাদারদের ইজারা সংগ্রহে বাধা দিচ্ছে। স্বরূপকাঠি পৌর মেয়ের গোলাম কবি র একের পর এক রাম রাজ্য কায়েম করার চালিয়ে যাচ্ছেন , শুধু তাই নয় বড় বড় এমপি-মন্ত্রীদের নাম বানিয়ে একের পর এক অপকর্ম বেড়েই চলছে। এমপি মন্ত্রীদের সত্য ছায়া থেকে তাদের বিরুদ্ধে স্টেজে বসে অকথ্য ভাষায় ও অশ্লীল কথাবার্তা বলার চেষ্টা করে।

শুধু তাই নয় কয়েকদিন আগে একটি ভিডিও ফুটেছে তার বক্তব্য শোনা গেছে এক এমপির বিরুদ্ধে তার কিছু কূটনীতিক কথাবার্তা এ নিয়ে এমপি সে নিন্দা জানান, সে আমার সত্য ছায়া থেকে এ ধরনের কথাবার্তা বলা আমি ঘৃণা করি। নাম প্রকাশ না সত্বে স্বরূপকাঠি উপজেলার এক আওয়ামী লীগ নেতা বলেন, যে এমপি ছত্রছায়ায় একের পর এক অপকর্ম চালিয়ে যাচ্ছেন, আজ তার বিরুদ্ধে আঙ্গুল তাকিয়ে দুধ দিয়ে গোসল করার চেষ্টা করছেন ‌। শুধু তাই নয় সে বলেন স্বরূপকাঠি চড়ে কাঠ মহলে যে ঘটনা হয়েছে আমরা সকলেই জানি এই ধরনের কাজকে আমরা ঘৃণা করি এই ধরনের কাজ হলে আওয়ালীগের বদনাম হয় সে আওয়ামী লীগের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন।
কাঠমহাল থেকে ইজারা সংগ্রহে বাঁধা দেওয়ার বিষয়টি স্বীকার করলেও রহিমকে লাঞ্চিতের বিষয়টি অস্বীকার করেছেন গোলাম কবির। তবে কি কারণে ইজারা সংগ্রহে বাঁধা দিয়েছেন এর কোন সদুত্তর দিতে পারেননি পৌর মেয়র।

এর আগেও ২০১৭ সালের এপ্রিল মাসে সুন্দরবন থেকে অবৈধভাবে আহরিত কাঠ আটক করায় সাজ্জাদ হোসেন নামে সেখানকার এক বন কর্মকর্তাকে পৌরসভায় ডেকে নিয়ে মারধোর করেছিল গোলাম কবির। এ ঘটনায় গোলাম কবির সহ ৪ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলাও দায়ের হয়েছিল। শুধু তাই নয় তার পুরনো ইতিহাস স্বরুপকাঠিবাসী জানেন! এমনকি বছর দুয়েক আগে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েন এক মহিলাকে হুমকি দিয়ে বাড়ি দখলের চেষ্টাও করেন। এমনকি স্বরূপকাঠি নেছারাবাদ থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
পর্ব ১

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here