স্টাফ রিপোর্টার: দক্ষিণ এশিয়ার বৃহত্তর মানবাধিকার সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের প্রতিটি থানা, জেলা ও বিভাগীয় শহরে নেতা কর্মীরা অত্যন্ত আনন্দ ও উদ্দীপনার সাথে কেক কাটা, রেলি ও আলোচনা সভার আয়োজন করেন।
বৃহস্পতিবার (৮ ফেব্রয়ারী) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কমিটির উদ্যোগে সংগঠনের সদর দপ্তর বনানীতে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব অধ্যাপক মাওলানা মোহাম্মাদ আবেদ আলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক বিশিষ্ট মানবাধিকার সংগঠক মোঃ রেজাউল করিম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইদুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ ইকবাল হোসেন, ইয়াকুব আলী সাগর ও সুমন হোসেন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ-সময় বিশেষ অতিথির বক্তব্য মোঃ রেজাউল করিম বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর প্রতিটি নেতাকর্মীকে সদা জাগ্রত থাকতে হবে।
আলোচনার শেষ পর্যায়ে মহাসচিব মাওলানা মোহাম্মাদ আবেদ আলী উপস্থিত সকল কে নিয়ে কেক কেটে দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মুনাজাত করেন।