লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে বুড়িমারী স্থলবন্দর শ্রমিক লীগের দলীয় কার্যালয় সংলগ্ন রাস্তায় শ্রমিক সর্দারদের নিকট হতে ন্যায্য মজুরি না পাওয়ায় স্থল বন্দরে কর্মরত শ্রমিকদের একাংশ ১২০-১৫০ জন,ভারত ও ভুটান হতে আমদানিকৃত ট্রাক চলাচল বন্ধ করে দেয়।এর ফলে ভারতীয় ট্রাক সহ বন্ধ রাখা হয় বাংলাদেশ লোড ট্রাক এতে রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার।
শুধু তাই নয় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে পাঁচ ফুট ধারী যাত্রীদেরকেও। এবিষয়ে শ্রমিক সদ্দার আব্দুল মান্নান জানান পেলুটর দিয়ে যে সব গাড়ি লোড হয় সে গাড়ি থেকে ৮০/- এবং ১৫০ লেবারদের দেওয়া হয় কারণ এখানে দুইধরনের গাড়ি লোড করা হয় কোন গাড়ি ১৪ টন, কোন গাড়ি ২৪ টন কিন্তু লেবাররা শুধু মোট গাড়ি হিসাব করে গড় হিসাব নিয়ে অযৌক্তিক দাবি করে যাহা আমাদের হিসাবের সাথে মিলে না।
আন্দোলনরত শ্রমিকদের কাছে জানতে চাইলে তারা মিডিয়া সামনে কথা বলতে রাজি নন।
এবিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃনুরুল ইসলাম, ফেরদৌস ওয়াহিদ অফিসার ইনচার্জ, বুড়িমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু স্থানীয় শ্রমিক সর্দারদের সাথে আলোচনা করেন। আগামী ১৬ তারিখ শনিবার বুড়িমারী স্থলবন্দর সম্মেলন কক্ষে মূল ঠিকাদার, সরদার গ্রুপ এবং শামসুল হুদা আনোয়ার সাজ্জাদ গ্রুপের ত্রিপক্ষীয় আলোচনা সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে মর্মে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পাটগ্রাম আন্দোলনরত স্থলবন্দর শ্রমিকদের আশ্বস্ত করলে শ্রমিক গন তাদের কর্ম বিরতি সহ সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন।