শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Homeসারাদেশযানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত

যানজট নিরসনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত

আনিছ মাহমুদ লিমন :

spot_img

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিরপুর গাবতলী বাসটার্মিনাল অডিটোরিয়ামে বাস মালিক সমিতি ও ড্রাইভার সমিতির সদস্যদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। তাতে যানজট নিরসনে সমস্যা চিহ্নিত ও সমাধানের বিষয়ে আলোচনা হয়।

মিরপুরের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট চিহ্নিত করে তা সমাধানের লক্ষ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরমধ্যে রয়েছে-
বাস স্টপেজ ব্যতীত যেখানে সেখানে বাস না থামানো,নির্দিষ্ট স্টপেজে বাস থামানো এবং পার্কিং ব্যবস্থাপনার আধুনিকায়ন। পর্যায়ক্রমে এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

বাস ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব বাবু রমেশচন্দ্র ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খন্দকার মোঃ নাজমুল হাসান পি পিএম বার,অতিরিক্ত পুলিশ কমিশনার( ট্রাফিক) ঢাকা মেট্রোপলিটন পুলিশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পুলিশ কমিশনার (ট্রাফিক মিরপুর-বিভাগ) ঢাকা।
স্বাগত বক্তব্য রাখেন জনাব আলহাজ্ব কফিল উদ্দিন (চেয়ারম্যান,হানিফ এন্টারপ্রাইজ)
তিনি বলেন,গাবতলি বাস টার্মিনালে কোন চাঁদাবাজি করতে যেন না পারে সে বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পুলিশের সহায়তা নিয়ে কাজ করার আহবান করেন। তিনি ট্রাফিক বিভাগকে অনুরোধ করেন বলেন সর্বদা তাদেরকে সহায়তা করে দেশকে সুন্দর সুশৃংখল দেশ হিসেবে গড়ে তুলতে।

অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব খন্দকার নাজমুল হাসান বলেন, ঢাকা একটি মেগাসিটি। এর জনসংখ্যা প্রায় ২ কোটি ২৪ লক্ষ। যা অনেক দেশের মোট জনসংখ্যা চেয়ে বেশি। আমরা প্রযুক্তির দিক দিয়ে অনেক উন্নত। কিন্তু আমাদের মধ্যে ট্রাফিক সচেতনতার ঘাটতি রয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার সাথে প্রায় সকলেই জড়িত। সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নির্ভর করে ট্রাফিক নিয়ম-নীতি মেনে চলার। এজন্য প্রয়োজন ঢাকা মহানগরীতে বসবাসকারী সাধারণ মানুষ ও যানবাহনের চালক ও যাত্রীদের সচেতনতা বৃদ্ধি করা।’

খন্দকার নাজমুল হাসন আরও বলেন, আমি জখন বাসে চলবো তখন একজন সাধারণ যাত্রী নিজেও গণপরিবহনে চলাচল করি,নিয়ম মানাকে আমরা বিভিন্ন ধরনের সমস্যা মনে করি সকলে সচেতন হয়ে এবং হর্ন প্রয়োজন ব্যতীত বাজানো থেকে বিরত থাকার কথা বলেন।

ডিএমপির পক্ষ থেকে বিভিন্ন ধরনের সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়েছে। জনগণকে সচেতন করার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে থাকি। আমাদের সবাইকে ট্রাফিক আইন ও নিয়ম-নীতি সম্পর্কে সচেতন হতে হবে।’ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার জন্য যা যা করা প্রয়োজন পুলিশ তাই করবে উল্লেখ করেন খন্দকার নাজমুল হাসান।

সভায় অংশগ্রহণকারী সহস্রাধিক মালিক সমিতির সদস্য ও চলকদের ট্রাফিক মিরপুর বিভাগের পক্ষ হতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here