শুক্রবার, নভেম্বর ২২, ২০২৪
Homeআন্তর্জাতিকমালয়েশিয়ায় রাস্তায় আছড়ে পড়ল বিমান, নিহত ১০

মালয়েশিয়ায় রাস্তায় আছড়ে পড়ল বিমান, নিহত ১০

spot_img

ভয়াবহ বিমান দুর্ঘটনা মালয়েশিয়ায়। বৃহস্পতিবার কুয়ালা লামপুরের আকাশে ওড়ার সময়েই আচমকা বিমানটি ব্যস্ত রাস্তার উপরে ভেঙে পড়ে। একটি গাড়ি ও বাইকের উপর বিমান ভেঙে গোটা এলাকায় দাউদাউ করে আগুন ধরে যায়। বিমানের সকল যাত্রীর পাশাপাশি গাড়ি ও বাইকের চালকসহ মোট ১০ জনের মৃত্যু হয়েছে এ ঘটনায়।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ওড়ার সময়ে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতিতে নীচের দিকে নামতে থাকে বিমানটি। সোজা গিয়ে বিমানটি ব্যস্ত রাস্তায় আছড়ে পড়ে। একটি বাইক ও গাড়ির উপরে ভেঙে পড়ে ব্যক্তিগত বিমানটি। তিনটি যানের সংঘর্ষের আগুন ধরে যায় এলাকায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। পরে আগুন নেভানো গেলেও বাঁচানো যায়নি বিমানের যাত্রী-সহ অন্যদের।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ‘আচমকাই দেখতে পাই নিয়ন্ত্রণহীনভাবে আকাশে উড়ছে একটি বিমান। কিছু বুঝে ওঠার আগেই প্রচণ্ড জোরে আওয়াজ শুনতে পাই। বিমানটি তখন ভেঙে পড়েছে। গোটা এলাকায় এমনভাবে আগুন ধরে গিয়েছিল যে কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।’ অন্যদিকে বিমান পরিবহন কর্মকর্তারা জানিয়েছেন, ওই বিমান থেকে কোনও বিপদের সংকেত মেলেনি। আপাতত দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। মূলত বিমানের ব্ল্যাকবক্স খুঁজে বের করে দুর্ঘটনার কারণ জানতে চাইছেন তদন্তকারীরা।

জানা গিয়েছে, মালয়েশিয়ার জনপ্রিয় পর্যটনস্থল লাংকাওয়াই থেকে কুয়ালা লামপুরের দিকে রওনা দিয়েছিল ব্যক্তিগত বিমানটি। ছয় যাত্রীর মধ্যে ছিলেন মালয়েশিয়ার এমপি জোহারি হারুন। এছাড়াও দুই বিমান চালক ছিলেন সেখানে। দুর্ঘটনায় সকলেরই মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here