শনিবার, নভেম্বর ২৩, ২০২৪
Homeজাতীয়বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায়নি, চেষ্টাও করেনি : প্রধানমন্ত্রী

বাংলাদেশ ব্রিকসের সদস্য হতে চায়নি, চেষ্টাও করেনি : প্রধানমন্ত্রী

spot_img

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ব্রিকসের সদস্য হতে বাংলাদেশ সেভাবে চায়নি, চেষ্টাও করেনি। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চাইলে পাবে না, তা নয়। ব্রিকসের সদস্য হলে বাংলাদেশ খুশি হতো। তবে সদস্য হওয়ার জন্য বাংলাদেশ কাউকে বলেনি। সেভাবে চায়নি, চেষ্টাও করেনি।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেল ৪টায় গণভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ব্রিকস সম্মেলন যোগদান-পরবর্তী এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে তিনি বলেন, এই সফর অত্যন্ত ফলপ্রসূ ছিল।

বিশেষ করে, নিষেধাজ্ঞা ও পাল্টা নিষেধাজ্ঞার সময়ে আমাদের বাণিজ্যিক নানা পথ প্রশস্ত হয়েছে। ড. ইউনূস আন্তর্জাতিক বিবৃতি ভিক্ষা করে বেড়াচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আত্মবিশ্বাস থাকলে ড. ইউনূস আন্তর্জাতিক বিবৃতি ভিক্ষা করে বেড়াতেন না। সরকার কোনো বিবৃতিতে প্রভাবিত হবে না।

ড. ইউনূসের বিরুদ্ধে মামলা আইন অনুযায়ী চলবে। ২২ থেকে ২৪ আগস্ট পর্যন্ত ১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগদান করেন প্রধানমন্ত্রী। ২৭ আগস্ট দিনগত রাতে তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে দেশে ফিরেছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here