সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Homeঅপরাধবগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের জেল

বগুড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনের জেল

spot_img

এম এ শাহিন, জেলা প্রতিনিধি বগুড়া
বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ১২ জনকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের কর্তৃক নির্বাহী ম্যাজিস্ট্রেট ২ জনকে ১ মাস ও ৮ জনকে ১৫ দিনের এবং ২ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় থানা পুলিশ দণ্ড প্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করেছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার বোহাইল ইউনিয়নের কালিয়ান এলাকার যমুনা নদী থেকে তাদের আটক করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত বাল্কহেড ও ড্রেজার মেশিন জব্দ করা হয়।

১ মাসের কারাদণ্ড প্রাপ্তরা হলেন,সিরাজগঞ্জ সদরের সরকার বাড়ী এলাকার মহসিন (৪৫), বরগুনা জেলার আমতলী থানার রকির খালী এলাকার আব্দুল লতিফ মেধার ছেলে আল-আমিন (২৮)।

১৫ দিনের দণ্ডপ্রাপ্তরা হলেন, কাজিপুর উপজেলার মাইশড়ী এলাকার মৃত শাহজান আলীর ছেলে নায়েব আলী (৫০),রাজশাহী উপজেলার চাঁদপুর এলাকার মৃত রহমত আলীর ছেলে মাজদার রহমান (৫৫),একই এলাকার কৃশমত আলীর ছেলে খোকা (৫০,)ইয়াকুব আলীর ছেলে হেলাল (৪৭),শহিদুল ইসলামের ছেলে মিল্টন (২৫), লুৎফর রহমান (৩৮),বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮) ভুয়াপুর উপজেলার ডিগ্রীর চর এলাকার বাবলু মন্ডলের ছেলে মজনু মন্ডল (২৮), তোফাজ্জল হোসেনের ছেলে সুজন (২৪)।

এবং ৭দিনের দণ্ডপ্রাপ্তরা হলেন-মুন্সিগঞ্জের গজারিয়া থানার বড়রায় পাড়া এলাকার, মৃত চানমিয়ার ছেলে আঃ হালিম (২৮),এবং বরিশাল জেলার বড়নদী উপজেলার নাচোই এলাকার শহীদ ব‍্যাপারির ছেলে জসিম (২২) ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুর রহমানন বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন তারা।পরে অভিযান চালিয়ে তাদের আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। যমুনা নদী থেকে বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here