দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
জাতীয় পার্টির কো চেয়ারম্যান আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার ১১১ পটুয়াখালী -১ সংসদীয় আসনে জাপার দলীয় মনোনয়নপত্র ক্রয় করেছেন।
সূত্র জানায়, পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউপির বাহেরচর গ্রামে নিজ পৈত্রিক বাড়ি, দুমকি, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ তিন উপজেলা নিয়ে ১১১ পটুয়াখালী-১ সংসদীয় আসনে দ্বাদশ সংসদের তফসিল ঘোষনায় নির্বাচন করার জন্য নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। সাবেক এমপি, হুইপ, মন্ত্রী, সাবেক জাপার মহা সচিব বর্তমান কো চেয়ারম্যান হেবিওয়েট প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার, ইতিপূর্বে বাকেরগঞ্জ -৬ আসনে বারবার এমপি ও পটুয়াখালী -১ আসনে একবার এমপি ইতোমধ্যেই এ তিন উপজেলায় সকল স্তরে
যোগাযোগ রক্ষা করে চলেছেন।অপরদিকে তার সহধর্মীনি জাতীয় পার্টীর প্রেসিডিয়াম সদস্য মিসেস বেগম নাসরিন জাহান রত্না আমিন বরিশাল – ৬ আসন বাকেরগঞ্জ থেকে দলীয় নমিনেশন ফরম সংগ্রহ করেছেন। অন্যদিকে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছেন। ১১১ পটুয়াখালী-১ সংসদীয় আসনে উপ-নির্বাচনের বর্তমান এমপি,
কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সাধারন সম্পাদক দুমকি উপজেলা চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার , বাংলাদেশ বুলেটিনের প্রকাশক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আলী আশ্রাফ, পটুয়াখালী সাবেক উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র আলহাজ্ব এ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, সাবেক পৌর মেয়র ডা. শফিকুল ইসলাম সহ ৯জনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পত্র ক্রয় করেছে বলে জানা গেছে।