সোমবার, নভেম্বর ২৫, ২০২৪
Homeঅপরাধপটিয়ায় শীর্ষ মাদক কারবারিরা ধরা ছোঁয়ার বাইরে ধ্বংস হচ্ছে যুবসমাজ

পটিয়ায় শীর্ষ মাদক কারবারিরা ধরা ছোঁয়ার বাইরে ধ্বংস হচ্ছে যুবসমাজ

spot_img

এম এ আজাদ, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া উপজেলা হাইদগাও- চক্তার মার্কেট এলাকার শীর্ষ মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত ধরা ছুঁয়ার বাইরে রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে হাইদগাও ইউনিয়নে ছাক্তার মার্কেট এলাকার ইকবাল নেতৃত্ব গড়ে উঠেছে একটি মাদক সিন্ডিকেট।

এলাকার লোকজনের অভিযোগ। তার সাথে যুক্ত রয়েছে ফেয়ারু। এছাড়াও শীর্ষ মাদক গডফাদার পটিয়া পৌরসভার বাশুলী এলাকার দাড়ি মঞ্জু, তার সহযোগী রয়েছে খরনা ইউনিয়নর ওয়াহিদুর পাড়ার আনোয়ার মিয়া,
শ্রীমাই এলাকার কুফরি মাহবুব, খরনার চিহ্নত মাদক ব্যাবসায়ী রাজীব ও কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকার আলমগীর। মুলত পটিয়া উপজেলা এ চিহ্নত মাদক ব্যাবসায়ীরা মাদক ব্যাবসা জমজমাট চালিয়ে আসছে বলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও গোয়েন্দা সুএে জানায়।

নতুন-পুরাতন মিলিয়ে মাদক ও ইয়াবা আখড়ার সিন্ডিকেট । ফলে এলাকার উঠতি বয়সের ছাত্র ও তরুণ যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছ। এসব মাদক ও ইয়াবা সিন্ডিকেটের প্রধান ইকবাল, দাড়ি ৃমন্জু, মাহবুব, আলমগীর, রাজীব,আনোয়ার মিয়া ৭০/৮০ জনের মাদক সিন্ডিকেট। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে
এ মাদক ব্যাবসায়ী নিজ নিজ এলাকা ছাড়াও পুরো পটিয়া মাদকের আখড়া পরিণত করেছে। তারা সবাই মিলে পটিয়ার পূর্ব অঞ্চল পাহাড়ের একটি সিন্ডিকেট গঠন করে এ মাদকের রমরমা বাণিজ্য চালাচ্ছে । এমন কি তাদের এ কাজে ব্যবহার করছে ছোট শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারীদের। তাদের সাথে যুক্ত রয়েছে রোহিঙ্গা।

মাদক কারবারিদের ট্রানজিট নিরাপদ পয়েন্ট হিসাবে ব্যবহার করছে পূর্ব অঞ্চল পাহাড় এলাকায় মডেল টাউন এলাকা ও দোয়ালীশা মাজার সংলগ্ন সড়ক দিয়ে পঞ্চাশ পাহাড়, পুরাতন ফরেস্ট বিট অফিস, খিল্লাপাডা, বডুয়াপাড়া, সেনপাডা আশ্রম, মৌলবীবাজার, মাঝির পাডা সড়ক। মাঝে মধ্যে দারগাহাট ও ভট্টাচার্য হাটে জনসম্মুখে কোমড়ে অস্ত্র নিয়ে মহড়া দেয় মাদক ব্যাবসায়ীরা। খরনা- কচুয়াই মাদক ইয়াবা বিকিকিনি বৃদ্ধি পেয়েছে বলে এলাকার লোকজনের সাথে কথা বলে
জানা গেছ। স্থানীয় সচেতন মহল এ-সব মাদক ও ইয়াবা কারবারিদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here