নাজমুল হুদা, স্টাফ রিপোর্টারঃ
নীলফামারীর ডোমার উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস এম সি’র সভাপতি পদে নির্বাচন অনির্দিষ্ট কারণ দেখিয়ে স্থগিত ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার।
জানা যায়, গত ৪ ডিসেম্বর (সোমবার) সকালে নীলফামারী জেলার ডোমার উপজেলার বেতগাড়া দক্ষিণ পাড়া একরামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এস এম সি’র কমিটি গঠনের জন্য ডোমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার মো. রকিবুল হাসান এবং বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. তহিদুল ইসলাম সরকার ২৩/০৮/২৩ ইং তারিখে তফসিল ঘোষণা করেন। পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ২ জন পুরুষ ও ২ জন মহিলা সদস্য নির্বাচন করে। এস এম সি’র সভাপতি নির্বাচনের জন্য কাগজপত্র দাখিল করেন ২ জন এরা হলেন- একজন দাতা সদস্য গোলাম রব্বু ও অপরজন ইউনুছ আলী। কিন্তু ২৭ নভেম্বর নির্বাচনের দিন ইউনুছ আলীর ডোমার বালিকা বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষকের অনুমতি পত্র ভুল থাকায় ৪ ডিসেম্বর পযর্ন্ত সময় নেয় এরপরও প্রত্যয়ন পত্র দেখাতে না পারলে কিভাবে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে অনির্দিষ্ট কারণ দেখিয়ে স্থগিত ঘোষণা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার।
এ বিষয়ে দাতা সদস্য গোলাম রব্বু বলেন, আমরা সভাপতি পদে দুজন প্রার্থী কাগজপত্র দাখিল করি কিন্তু ইউনুছ আলীর প্রত্যয়ন পত্র ভুল যাচাই বাছাইয়ে সে বাদ যাবে কিন্তু আমার তো কোন সমস্যা নাই তবে কি করণে আমাকে সভাপতি পদে নির্বাচিত ঘোষনা না করে নির্বাচন স্থগিত করল রিটার্নিং অফিসার।
এ বিষয়ে ডোমার উপজেলা সহকারি শিক্ষা অফিসার ও রিটার্নিং অফিসার স্বপন রাম কৃষ্ণ রায় বলেন, সভাপতি পদে নির্বাচন প্রক্রিয়াটি অনির্দিষ্ট কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যকর অবস্থার সৃষ্টি হয়েছে।