বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪
Homeস্বাস্থ্যনড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু নড়াইল প্রতিনিধি

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু নড়াইল প্রতিনিধি

spot_img

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাশিদা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) রাতে নড়াইলের লোহাগড়া উপজেলা হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে ৩০ অক্টোবর দুপুরে নিশ্চিত করেছে নড়্ইাল জেলা সিভিল সার্জন অফিস। রাশিদা লোহাগড়া উপজেলার বয়রা গ্রামের লিপু কাজীর স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, রবিবার রাতে ডেঙ্গু জ্বর নিয়ে রাশিদা ভর্তি হন। হাসপাতালে ভর্তির কয়েক ঘণ্টার পর মারা যান তিনি।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় মোট ৪জনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এ জেলায় ২১৯৩জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১১ জন। এর মধ্যে সদর হাসপাতালে ৬জন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২জন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩জন ভর্তি আছেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here