বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeবরিশালদুমকীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ, নির্মাণ কাজ শেষের পথে

দুমকীতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবণ, নির্মাণ কাজ শেষের পথে

spot_img

দুমকি উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী জেলার দুমকী উপজেলায় জমি অধিগ্রহনে নানা জটিলতা নিরসনকল্পে বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্রুত গতিতে এগিয়ে চলছে ‘বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নির্মাণ কাজ। উপজেলার মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের লোকজনের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে।

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আর্থিক অনুদানে সরকারি জনতা কলেজের উত্তর পার্শ্বে এলজিইডি রাস্তার পূর্ব পার্শ্বে ২৭ শতাংশ খাসজমির মধ্যে সাড়ে ৯ শতাংশের ওপর ৩ কোটি ৫০ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ৪ তলা বিশিষ্ট ভবন। ১৩ ডিসেম্বর সরেজমিনে গিয়ে জানা যায়, ভবনটির ৩য় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন হয়েছে। ১ম ও ২য় তলায় ৬টি করে ১২ টি দোকানের জন্য নির্ধারিত স্টল শেষ পর্যায়ে। ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ ইউনুচ এন্ড ব্রাদার্সের পক্ষে মোঃ আবুল বাশার জানান, ভবনটির ৩য় তলায় কমিউনিটি সেন্টার এবং ৪র্থ তলায় মুক্তিযোদ্ধাদের অফিস কক্ষ ও সভাকক্ষ নির্মাণ করা হবে এবং ৪র্থ তলা পর্যন্ত সিঁড়ির কাজ চলমান রয়েছে। আশা করি নির্দিষ্ট সময়ের পূর্বেই আমরা শতভাগ কাজ সম্পন্ন করতে পারবো।

দীর্ঘদিন যাবৎ জমি নির্ধারণের অভাবে ‘উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন’ নির্মাণ করা সম্ভব হয়নি। কাজ শুরু করার সময় নকশায় কিছু ত্রুটি দেখা দিলে প্রকল্প পরিচালকের সাথে ঢাকায় যোগাযোগ করে তা সংশোধন করা হয়েছে। ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে উপজেলা প্রকৌশলী মোঃ সাদ জগলুল ফারুক জানান, কাজের গুনগত মান নিয়ন্ত্রনে আমি নিয়মিত মনিটরিং করছি। নির্মাণাধীন ভবনটি আগামী বছরের ২৮ এপ্রিলে সমাপ্ত হওয়ার কথা রয়েছে। উপজেলায় ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা ১৩৪ জন এবং জীবিত আছেন ৫৪ জন বলে জানা গেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here