বুধবার, নভেম্বর ২৭, ২০২৪
Homeঅপরাধগাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু

গাজীপুর কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে এক নারী হাজতির মৃত্যু

spot_img

গাজীপুরঃ শুক্রবার (৮ সেপ্টেম্বর) গাজীপুর কাশিমপুর মহিলা কারাগারে এক নারী হাজতির মৃত্যু হয়েছে। কারাগার সুত্রে জানা যায় বিকালে ঐ নারী অসুস্থতা বোধ করলে বিকাল ৩ টার সময় হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত কছিরন জামালপুর সদর থানার গোপালপুর এলাকার লোকমান হোসেনের স্ত্রী। কারাগার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, জামালপুর সদর থানায় হত্যা মামলার আসামি কছিরন গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন। আজ দুপুরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে কছিরনকে মৃত ঘোষণা করেন।গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহমুদা আক্তার জানান, বিকেল ৩টার দিকে কছিরনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন কছিরন। সেখানে তিনি অসুস্থ থাকা অবস্থায় তাকে ঢাকায় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গত ১৯ আগস্ট তাকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে আনা হয়। ২-৩ দিন পর তাকে আবার হাসপাতালে নেওয়ার কথা ছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ খবর

spot_img
আরও খবর
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here