মোঃ কাওছার হোসেন, বরিশাল প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে উজিরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও উপজেলা পযার্য়ে শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা অনুষ্ঠানে সন্মাননা ক্রেষ্ট বিতরণ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
৯ ডিসেম্বর শনিবার বেলা ১১ টায় উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভায় উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি কে.এম ইশমাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উজিরপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ সিকদার বাচ্চু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উজিরপুর মডেল থানার এসআই খায়রুল আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগন। “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা” এ প্রতিপাদ্য বিষয়ের উপর বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপস্থিত অতিথি বৃন্দ। জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সফল জননী নারী হলেন শাহানারা বেগম,শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ সেলিনা আক্তার। এছাড়া উপজেলা পর্যায়ে অর্থনৈতিক ভাবে সাফল্য অর্জনকারী নারী কেয়া আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী দীপিকা রানী সমদ্দার, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যিনি লাভলী বেগম। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ওই ৫ জয়িতার মাঝে সন্মাননা ক্রেষ্ট বিতরণ করা হয়। এর পূর্বক্ষনে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উজিরপুর উপজেলা অফিসার প্রণতি সরকারের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়।