সাম্য, ন্যায় বিচার, অহিংসা, মানবতা, উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে, দেশ ও জনগণের স্বার্থে আত্মপ্রকাশ করেছে নতুন রাজনৈতি দল, দেশ জনতা পার্টি। নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য মানবসেবা, কল্যান ও বাসযোগ্য রাষ্ট্র বিনির্মাণ।
গতকাল শনিবার রাজধানীর ৯৩ কাওরানবাজার ইডিবি ট্রেড সেন্টারের ১১তলায় এই দলের ঘোষণা করেন, দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির। এর আগে দলটির চেয়ারম্যান তার দলের ঘোষণা পত্র পাঠ করেন বিভিন্ন গণমাধ্যম কর্মীদের সামনে। এতে বলা হয়, স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক নামক রাষ্ট্রটি মূলত- ১৭৫৭, ১৯৪৭, ১৯৪৮, ৫২, ৫৪, ৬৬,৬৯,৭০-য়ে বৈপ্লবিক আন্দোলন ও কর্ম সূচির মধ্যে দিয়ে পরবর্তীতে ৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন করে। এরপর ৯০, এর গণ আন্দোলন ২০০৬ এর আন্দোলন এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথান, পরবর্তীতে বর্তমান অবস্থায় উপনীত আমাদের এই বাংলাদেশ।
দেশকে একটি সুখী সমৃদ্ধ, উন্নত বৈষম্য মুক্ত ও দারিদ্রমুক্ত অসম্প্রদায়িক উদারগণতান্ত্রিক, মানবিক, বাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে জনগণের প্রতিনিধি হিসেবে জনগণের মানবিক মুক্তি ও কল্যাণ সাধনের জন্য দেশ গঠনের জন্য গত ২০১৬ সালের ১২ ডিসেম্বর ‘দেশ জনতা পার্র্টি’ নামক রাজনৈতিক দলের উদ্ভাবনের সূচনা হয়। ঢাকায় ২২/১ তোপখানা রোড, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে। এই পার্টির বৈশিষ্ট সমূহ হচ্ছে- ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এই পার্টি দুষ্টের দমন শিষ্টের পালনে বিশ্বাসী।
এই পার্টি কর্মসংস্থানপূর্ণ, বেকারত্বশূণ্য, দারিদ্রতা, কার্বণ নিঃসরণ, নির্মল জলবায়ু, প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার ও শান্তিময় বাংলাদেশ গঠন করতে চায়।
এই পার্টি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ গঠন করতে চায়। নিরাপদ বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে চায়। স্বাধীনতা চেতনার আলোকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। বাংলদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল এবং মৌলিক মানবধিকার প্রতিষ্ঠায় সক্রিয় আছে এবং কর্মসংস্থান পূর্ণ মৌলিক মানবধিকার (খাদ্য, বস্ত্র, বাসস্থান শিক্ষা ও চিকিৎসা) সম্পর্কযোগের অধিকার প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। দেশের নাগরিকের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, শিক্ষা-প্রশিক্ষণ, কর্মসংস্থানের অধিকার বাস্তবায়নে সক্রিয় থাকবে। ইউনিয়ন ভিত্তিক প্রসাশনিক কার্যক্রম ও সেবা উন্নয়ন ব্যবস্থা বাস্তবায়ন করিতে চায়। দেশের প্রচলিত আইন, রাষ্ট্রব্যবস্থা ও নির্বাচনী ক্ষমতায়নের উপর আস্থাশীল। বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, মানবাধিকার ও ন্যায়বিচারের আইনের শাসন বাক-স্বাধীনতা, সাম্য ও ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে ক্ষমতায়নের দ্বারা একটি সুষম গণতন্ত্রের মডেল উপহার দিতে চায়। অহিংস, নিরাপদ, বাসযোগ্য মানবিক বাংলাদেশ গঠন করতে চায়।
এরপর দেশ জনতা পার্টির ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান করা হয় মো. নূর হাকিমকে এবং সাধারণ সম্পাদক করা হয় ইদ্রিস আলী নান্টুকে।